Hero Alom Facebook Viral

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে সবচেয়েবেশি আলোচিত বিষয় গুলোর মধ্যে একটি হলো হিরো আলম (Hero Alom)। সামাজিক যোগাযোগ মাধ্যম (Social Media) বিশেষ করে-ফেসবুক, ইউটিউব, টুইটার সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ছে হিরোআলম তথা আলমের ব্যাপক বিনোদনমুলক ভিডিও এবং ছবিকেএইহিরোআলম? এই প্রশ্নের উত্তর খোজার তেমন কোন যুক্তিক........





সিডি বিক্রি করতেন আশরাফুল আলম। সেটা বেশ আগের ঘটনাসিডি যখন চলছিলনা তখনই মাথায় আসে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসার। ভাবলেন নিজ গ্রামেই সেটা করবেন, এবংকরে ফেললেনবগুড়ার এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া গ্রামেই শুরু হয় আলমের ডিশ ব্যবসা

ছোট বেলা থেকেই অভাব-অনটনের সাথে চলা আলমের পরিবার তাকে আরেক পরিবারের হাতে তুলেদেয়। আলম চলে আসেন একই গ্রামের আব্দুররাজ্জাকের বাসায়আব্দুররাজ্জাক তাকে ছেলের মতো করেই বড় করে তোলেন। স্নেহ করতেন। কিন্তু গ্রামে অভাবতো প্রায় মানুষের আছেআলমের পালক পিতা আব্দুররাজ্জাকের সংসারও অভাবের ছোঁয়াপায়স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণি পর্যন্তপড়ে আলমকে নেমে পড়তে হলো জীবিকা নির্বাহের তাগিদে

Mosharraf Karim | মোশাররফ করিম | Legend of Bangla Drama

Mosharraf Karim
মোশাররফ করিম বাংলাদেশের একজন অভিনেতা। তিনি বাংলাদেশের অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ। তিনি সমগ্র বাংলাদেশ জুড়ে সমান পরিচিত তার অসাধারণ অভিনয় ক্ষমতা, উচ্চারন দক্ষতার জন্য। তিনি অনেক পুরস্কার বিজেতা। তাকে প্রায়শই ধারাবাহিক ও মেগাধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। পরে তিনি বাংলা সিনেমায়ও অভিনয় করেন। তিনি বিখ্যাত ছবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এ অভিনয় করেন। বর্তমানে তিনি বিখ্যাত পরিচালক মাসুদ সেজানের চলিতেসে সার্কাস ও সাগর জাহানের এই কূলে আমি আর ওই কূলে তুমি -তে অভিনয় করছেন। তাছাড়া আর টিভিতে প্রচারিত সালাউদ্দিন লাবলুর পরিচালনায় "দ্যা ভিলেজ ইঞ্জিনিয়ার" মেগা সিরিয়ালে অভিনয় চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি জিম্মি, দুই রুস্তম, অন্তনগর, ফ্লেক্সিলোড, কিংকর্তব্যবিমূঢ়, আউট অফ নেটওয়ার্ক, সাদা গোলাপ, ৪২০, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধা ন চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্যা সিন কিছু বিখ্যাত নাটক ও টেলিফিল্ম।

অভিনয় জীবন:
বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। তার অসাধারণ অভিনয় দক্ষতা বাংলাদেশের অভিনয়জগতে এক আলাদা স্থান করে দিয়েছে। তিনি ১৯৯৯ সালে এক পর্বের নাটক অতিথি-এ অভিনয় করেন[৩]। এই নাটকটি ফেরদৌস হাসান পরিচালনা করেন এবং এটি চ্যানেল আই-এ সম্প্রচারিত হয়। যদিও প্রথম জীবন তার জন্য কষ্টের ছিল, তার সত্যিকার পথচলা শুরু হয় ২০০৪ সাল হতে। ২০০৪ সালে তিনি দুটি নাটকে অভিনয় করেন, যা অভিনয়জগতে তাকে এক অধ্যাবসায়ী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি বিখ্যাত টেলিফিল্ম ক্যারাম-এ তিশার বিপরীতে অভিনয় করেন। এরপর থেকেই তিনি বিভিন্ন নাটকে অভিনয় করা শুরু করেন। ২০০৯ সালে তিনি বিখ্যাত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে তিশার বিপরীতে অভিনয় করেন। এরপর থেকে তিনি বিভিন্ন মেগা-ধারাবাহিকে অভিনয় শুরু করেন। তিনি তার প্রথম মেগা-ধারাবাহিক ৪২০-এ অভিনয় করেন। এ ধারাভিক থেকেই তিনি সমগ্র বাংলাদেশ জুড়ে বিখ্যাত হন। এই নাটকটি চ্যানেল আই-এ প্রচারিত হয়। এরপর তিনি জনপ্রিয় ধারাবাহিক ভবের হাট, ঘর-কুটুম-এ অভিনয় করেন। তিনি কমেডি চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি দারুচিনি দ্বীপ ছবিতে অভিনয় করেন।